শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুদ্ধবন্দিদের নাগালের মধ্যে আনতে আহ্বান জানিয়েছে আইসিআরসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) রাশিয়া এবং ইউক্রেন উভয়ের প্রতি আহ্বান জানিয়েছে যে তারা যেনো উভয়পক্ষের যুদ্ধবন্দিদের নির্বিঘ্নে সব কিছুর নাগালের মধ্যে নিয়ে আসে। ফেব্রুয়ারির শেষের দিকে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল তখন থেকেই সমস্ত যুদ্ধবন্দীর সাথে যোগাযোগ করার জন্য কাজ করছে আইসিআরসি। সুইসভিত্তিক সাহায্য সংস্থা বলেছে যে দলগুলো তাদের অবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা পরীক্ষা করার চেষ্টা করছে এবং তাদের পরিবারকে প্রিয়জনদের সম্পর্কে অবহিত রাখার চেষ্টা করছে। তবে এই প্রচেষ্টা অনেকাংশেই হতাশাজনক। আইসিআরসি মিডিয়ার প্রধান ইওয়ান ওয়াটসন বলেন যে রেডক্রস দলগুলো উভয়পক্ষের কেবলমাত্র কয়েক শ’ যুদ্ধবন্দিকে পরিদর্শন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, কিন্তু আরো হাজার হাজার বন্দী আছে যাদের আমরা দেখতে পাইনি এবং আমরা তাদের ভাগ্য নিয়ে উদ্বিগ্ন। তৃতীয় জেনেভা কনভেনশন আন্তর্জাতিক সশস্ত্র সঙ্ঘাতের পক্ষগুলোকে বাধ্য করে রেডক্রসের আন্তর্জাতিক কমিটিকে অবিলম্বে সমস্ত যুদ্ধবন্দীর কাছে প্রবেশাধিকার দিতে এবং তারা যেখানেই থাকুক না কেন, তাদের দেখার অধিকার দিতে। ওয়াটসন উল্লেখ করেন, সব দেশ জেনেভা কনভেনশনকে সম্মান করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা আইনত আইসিআরসিকে যুদ্ধবন্দীদের সাথে দেখা করার অধিকার দিতে বাধ্য। তিনি বলেন, আমরা তিন হাজারেরও বেশি পরিবারকে তাদের প্রিয়জনের সম্পর্কে খবর দিতে সক্ষম হয়েছি। এখন প্রতিটি ব্যক্তি যারা এ খবরটি পেয়েছেন তারা নতুন করে জীবন খুঁজে পাচ্ছেন, যা কিনা আটকে থাকা তাদের পরিবারের সদস্যের সাথে একটি মানসিক সংযোগ। সুতরাং, এটি গুরুত্বপূর্ণ কাজ। তবে তা যথেষ্ট নয়। ওয়াটসন বলেন, আইসিআরসি তার বার্তা পুনরাবৃত্তি করতে থাকবে যতক্ষণ না যুদ্ধরত পক্ষগুলো এটি বুঝতে পারছে। আটকের জায়গাগুলোতে আইসিআরসি-এর অবাধ প্রবেশের প্রয়োজন এবং এটি নিয়মিতভাবে প্রতিটি রুশ ও ইউক্রেনীয় যুদ্ধবন্দীর কাছে উপলব্ধ না হওয়া পর্যন্ত আইসিআরসি তা চাইতে থাকবে। ভয়েস অব আমেরিকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন