রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উগ্র ডানদের সরকার হচ্ছে সুইডেনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

এক মাস ধরে আলোচনার পর শুক্রবার জানা গেল, সুইডেনের ডানপন্থী জোটের চার দল যৌথভাবে নতুন সরকার গঠনের কাঠামো তৈরিতে সম্মত হয়েছে। উগ্র ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাটদের (এসডি) সঙ্গে লিবারেল এবং অন্য দুই দলের চুক্তির প্রতিক্রিয়া হয়েছে মিশ্র। বিষয়টি একাধারে আনন্দ এবং উদ্বেগের বলে জানিয়েছে প্রচারমাধ্যম। ক্ষমতার পালাবদলকে বিরোধী জোট ‘উদার-ক্র্যাশ-ল্যান্ডিং’ বলে অভিহিত করেছে। তাদের নেতারা বলেছেন, কোনো বুর্জোয়া বা উদারপন্থীর দ্বারা সরকার পরিবর্তন হচ্ছে না। এটা সম্পূর্ণভাবে হচ্ছে রক্ষণশীল এবং উগ্র জাতীয়তাবাদীদের দ্বারা। যে লিবারেল পার্টি নিজেদের উদারপন্থী বলে দাবি করছে, তাদের জন্য এ সরকারের জোয়াল টানা কঠিন হবে। উগ্রপন্থী এসডি সবই পেয়েছে, এমনকি জাতীয় পার্লামেন্টের চাবিও। কিন্তু তাদের সঙ্গে জোট করে লিবারেলরা কী পেয়েছে- বলে প্রশ্ন তুলেছেন অনেকেই। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সুইডেনের নতুন সরকার পরিচালিত হবে উগ্র জাতীয়তাবাদী রক্ষণশীলদের রাজনীতি দিয়ে। এটা স্পষ্ট যে এই ছোট ডানপন্থী সরকার সুইডেন ডেমোক্র্যাটদের ‘আশ্রয়ে’ থাকবে এবং তাদের সব আদর্শিক ইচ্ছা পূরণ করতে বাধ্য হবে। গত সেপ্টেম্বরের নির্বাচনে সোশ্যাল ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন জোট মাত্র তিন আসনের ব্যবধানে ডানপন্থীদের কাছে হেরে যায়। সরকার গঠনের প্রক্রিয়ায় উগ্র ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাটরা না থাকলেও তাদের প্রত্যক্ষ সমর্থন ছাড়া ডান জোটের পক্ষে সরকার গঠন সম্ভব নয়। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন