বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীন-শ্রীলঙ্কা সম্পর্কে টানাপড়েন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

চীন ও শ্রীলঙ্কার মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়েছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের একটি কোম্পানি কলম্বো কর্তৃপক্ষের কাছ থেকে অর্থ নিয়ে বিভ্রান্ত করায় এবং দ্বীপ দেশটিতে সার সরবরাহ না করায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। কলম্বো গেজেট জানিয়েছে, একটি চীনা কোম্পানি শ্রীলঙ্কার পক্ষ থেকে অনুমোদন ছাড়াই সারের একটি চালান পাঠিয়েছিল, যেটি পরে এরউইনিয়ার মতো ক্ষতিকারক জীবাণু দ্বারা দূষিত বলে প্রমাণিত হয়। সেই ঘটনা থেকেই এ সমস্যার শুরু। ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতির ইস্যুতে চীনা কোম্পানি কিংডাও সিউইন বায়োটেক গ্রুপ কো লিমিটেডের কাছ থেকে জৈব সার নেওয়ার আদেশ বাতিল করেছে শ্রীলঙ্কা সরকার। কিন্তু বেইজিং তার জৈব সার প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য কলম্বোর ওপর চাপ তৈরি করছে। কলম্বো গেজেট জানিয়েছে, সার আমদানি ইস্যুটির সর্বশেষ অবস্থা হলো শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং কিংডাও সিউইন বায়োটেক গ্রুপ কোম্পানি লিমিটেডের একতরফা সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য চীনা রাষ্ট্রদূতের কাছে যেতে মন্ত্রিসভায় প্রস্তাব তুলেছিলেন। চীনা কোম্পানি কিংডাও সিউইন বায়োটেক গ্রুপ কো লিমিটেড তার কার্যকারিতা নিরাপত্তার চার্জ বাদ দিয়ে ২০২১ সালের ৭ ডিসেম্বর দেশটির শানডং কিংডাওয়ের আদালত থেকে একতরফাভাবে একটি রায় পেয়েছে। এএনআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন