শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

করোনায় মৃত্যু ৬ শতাধিক আক্রান্ত আড়াই লাখ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬১১ জনের। আর আক্রান্ত হয়েছেন দু’লাখ ৫৪ হাজার ৯৪৪ জন। একই সাথে সুস্থ হয়েছেন তিন লাখ দু’হাজার ৫০৬ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্ত সংখ্যা ৬২ কোটি ৯৯ লাখ ৫৮ হাজার ৯৪১ জন। একই সাথে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। আর সুস্থ হয়েছেন ৬০ কোটি ৯০ লাখ ৪৮ হাজার ৪৯ জন। এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৮৮ লাখ ৫০ হাজার ১২৫ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৯০ হাজার ৫৩৬ জন। তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৩৩৭ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৮৯৫ জনের। তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৬২ লাখ ৫৮ হাজার ৬০৭ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৮১৬ জনের। এছাড়া ব্রাজিল আক্রান্তে চতুর্থ আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৪৭ লাখ ৯২ হাজার ৩৮৬ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৭ হাজার ১৯৭ জনের। ওয়ার্ল্ডোমিটার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন