শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

তাইওয়ান ইস্যুতে ফের হুঁশিয়ারি দিলো চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

তাইওয়ান ইস্যুতে বলপ্রয়োগ থেকে চীন সরে আসবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং। একই সঙ্গে তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা তিনি নেবেন বলেও জানিয়েছেন। রোববার চীনের ঐতিহাসিক কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কংগ্রেসে দেওয়া বক্তব্যে সি এ সব বলেন। খবর সিএনএনের। শি জিংপিং তার বক্তব্যে হংকং ইস্যু ও কোভিড নীতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গে কথা বলেছেন। শি জিংপিং বলেন, ‘আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এবং শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ানকে একীভূত করার চেষ্টা চালিয়ে যাব। এই ইস্যুতে আমরা কখনো শক্তি প্রয়োগ থেকে সরে আসার প্রতিশ্রুতি দেব না।’ তিনি আরও বলেন, ‘হংকংয়ের পরিস্থিতির ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আর তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ও তৃতীয় শক্তির হস্তক্ষেপ চীন কখনো মেনে নেবে না।’ তাইওয়ান সমস্যা চীনা জনগণের নিজস্ব বিষয় বলেও জানিয়ে তিনি বলেন, তাইওয়ান সমস্যার সমাধান করা চীনের জনগণ নিজেরাই করবে। এ সময় তিনি আরও বলেন, আমাদের সম্পূর্ণ পুনরেকত্রীকরণকে বাস্তবায়িত করতেই হবে। বিগত ১০ বছর ধরে চীনের রাষ্ট্রক্ষমতায় রয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। দেশটির সর্বোচ্চ পদে রয়েছেন শি জিনপিং। তিন দশকের নিয়ম ভেঙে তিনি আবারও দল ও দেশের সর্বোচ্চে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। চীন সব সময় তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। যদিও তাইওয়ান সব সময় চীনের নিয়ন্ত্রণের বাইরে। তাইওয়ান সরকার নিজেদের স্বায়ত্তশাসিত ভূখণ্ড বলে দাবি করে আসছে। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন