শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

করোনায় আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ছাড়িয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম


বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৬৩ কোটি ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি তিন লাখ ১৯ হাজার ৯৬ জন। একই সাথে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ লাখ ৭২ হাজার ৮৫০ জন। আর সুস্থ হয়েছেন ৬০ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৪৪২ জন। এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৮৮৭ জনে। মোট মারা গেছেন ১০ লাখ ৯০ হাজার ৮০২ জন। তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৩২ হাজার ৪৩০ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৯১৩ জনের। তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৬২ লাখ ৬৮ হাজার ২৮ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৯৮০ জনের। এছাড়া ব্রাজিল আক্রান্তে চতুর্থ আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৪৭ লাখ ৯৬ হাজার ২১২ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৭ হাজার ২৯৩ জনের। ওয়ার্ল্ডোমিটার।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ