শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নায়াগ্রা জলপ্রপাত সাময়িক বন্ধের পরিকল্পনা

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ খুব শীঘ্রই নায়াগ্রা জলপ্রপাত বন্ধ করার পরিকল্পনা করেছেন। তাদের মতে, তারা এ কাজটি নায়াগ্রা জলপ্রপাতের ভালোর জন্য করছেন। নিউইয়র্ক স্টেট কর্মকর্তারা জানান, তারা ১১৫ বছর বয়সী সেতুকে মেরামত করবেন, যা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এ কাজের জন্য তারা কিছু সময় নায়াগ্রা জলপ্রপাত বন্ধ করতে চাইছেন। সেতু ১৯০০ এবং ১৯০১ সালে নির্মাণ করা হয় এবং তারপর থেকে ১৯৬৯, ১৯৮০, ২০০৪ এবং ২০১৩ সালে রিকন্ডিশন্ড করা হয়েছে। ২০০৪ সালে অস্থায়ী ট্রাস কাঠামো সেতুর ওপর রাখা হয়েছিল। তারপর থেকে সেতুর মাঝে একটি গর্তের সৃষ্টি হয়। কিন্তু এবার এসব সমস্যার সমাধান করা হবে।
কাজ করার সময় জলপ্রপাতের পানি অন্যদিকে সেচ দেয়া হবে। তখন পানি কানাডিয়ান পাশ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কর্মকর্তারা বর্তমানে কাজ শুরু করতে পারছেন না কারণ তাদের তহবিলে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, যা তাদের প্রকল্প সমর্থন করতে পারে। তাদের প্রকল্প সম্পন্ন করতে আনুমানিক ১০ মিলিয়ন ডলার খরচ করতে হবে। কর্মকর্তারা সঠিক করে বলতে পারছেন না, এতে কত সময় লাগবে। কিন্তু এতে তিন থেকে সাত বছর সময় লাগতে পারে। নায়াগ্রার জলপ্রপাত দেখতে প্রতিনিয়ত পর্যটকের সমাগমের কমতি নেই। কিন্তু এত সময় বন্ধ থাকলে এতে পর্যটন খাতের ক্ষতি হতে পারে। ইন্ডিয়া টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন