শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বাহরাইনে চার মার্কিন সাংবাদিক গ্রেফতার

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বাহরাইনে শিয়া নেতৃত্বাধীন অভ্যূত্থানের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বিক্ষোভের সময় চার মার্কিন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন এর নিন্দা জানিয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মুক্তমনা স্বাধীন সাংবাদিক আনা থিরেস ডে এবং তার ক্যামেরা ক্রুর তিন সদস্য রয়েছেন। ডে’র পরিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। পুলিশ জানায়, শিয়া অধ্যুষিত সিতরা শহরে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলাকালে চার মার্কিনীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী। বাহরাইন সংবাদ সংস্থার এক খবরে বলা হয়েছে, তাদের মধ্যে একজনের মুখোশ পরা ছিলেন এবং সিতরায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, অন্তর্ঘাত ও দাঙ্গায় জড়িত লোকজনের সঙ্গে তিনিও ছিলেন। এতে বলা হয়, একই এলাকার একটি নিরাপত্তা চেকপয়েন্ট থেকে অপর তিন জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি তারা পর্যটক সেজে বাহরাইন প্রবেশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভূয়া তথ্য সরবরাহ করছিলেন। তারা জানায়, তাদের কয়েক জনকে কর্তৃপক্ষের বিনা অনুমতি ছাড়া সাংবাদিকতা এবং অবৈধ কর্মকা- করার কারণে গ্রেফতার করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, বাহরাইনে চার মার্কিনী গ্রেফতারের খবর তারা পেয়েছে। তবে এ ব্যাপারে তারা আরো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। নিউইয়র্ক টাইমস, সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন