শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দিল্লিতে গুপ্তচর সন্দেহে চীনা নারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২২, ৮:১৯ পিএম

ভারতের উত্তর দিল্লির তিব্বতি শরণার্থী কলোনি থেকে গুপ্তচরবৃত্তির সন্দেহে এক চীনা নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতীয় পুলিশ। পুলিশ জানিয়েছে, পরিচয়পত্রে তার নাম ডলমা লামা এবং ঠিকানা নেপালের রাজধানী কাঠমান্ডু। তবে তার প্রকৃত নাম কাই রুও। খবর এনডিটিভির।
চীনা এই নারী মজনু কা টিল্লায় বসবাস করছেন। এটি একটি তিব্বতি শরণার্থী কলোনি এবং একই সঙ্গে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। একজন বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে বসবাস করছিলেন কাই রুও। তার গায়ে ভিক্ষুদের ঐতিহ্যবাহী গাঢ় লাল পোশাক ও মাথার চুল ছোট করে কাটা। তিনি তিনটি ভাষা জানেন- ইংরেজি, মান্দারিন ও নেপালি।
পুলিশ জানায়, ২০১৯ সালে কাই রুও চীনা পাসপোর্ট ব্যবহার করে ভারতে আসেন। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে রেকর্ড যাচাই করে তারা এমন তথ্য পেয়েছেন।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চীনা নারী দাবি করেছেন, চীনের কমিউনিস্ট পার্টির কিছু নেতা তাকে হত্যা করতে চেয়েছিল। তাই তিনি ভারতে আত্মগোপনে রয়েছেন। বিষয়টি তদন্ত করছে দিল্লি পুলিশের বিশেষ শাখা। সূত্র : এনডিটিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন