শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

১৫০ লাখ বর্গমাইল জমি, দু’লাখ টন স্বর্ণের মালিক ছিলেন চেঙ্গিস খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান ওরফে তেমুজিন। তিনি ছিলেন বিপুল সম্পত্তির মালিক। তার স্থাবর-অস্থাবর সবমিলিয়ে যে সম্পত্তি ছিল, যা বর্তমান মূল্য ১২০ লাখ কোটি ডলার। চেঙ্গিসের সম্পত্তির বর্তমান দাম বিশ্বের সব কোম্পানির মোট সম্পদের তিনগুণ। এমনকি তার মোট সম্পত্তি দিয়ে কিনে নেওয়া যেত আমেরিকাকেও। ইতিহাসে চেঙ্গিসকে সর্বকালের শ্রেষ্ঠ এবং ধনী শাসকদের মধ্যে অন্যতম বলে মনে করা হয়। বর্তমানে বেঁচে থাকলে তিনিই পেতেন বিশ্বের সেরা ধনী ব্যক্তির তকমা। চেঙ্গিস খান শাসনকালে এশিয়া ও ইউরোপজুড়ে প্রায় ১৫০ লাখ বর্গমাইলেরও বেশি জায়গা জয় করেন। এর মধ্যে শুধু চীনেই ছিল ৯০ লাখ বর্গমাইল জমি। তিনি যে পরিমাণ জমির মালিক ছিলেন তার বর্তমান বাজার মূল্য ৯০ লাখ কোটি ডলার। তার স্বর্ণ ভাণ্ডারে থাকা সোনার পরিমাণও ছিল বিপুল। কোষাগারে ছিল দুই লাখ টনেরও বেশি পরিমাণ সোনা। চেঙ্গিসের আমানতে থাকা সোনার বর্তমান মূল্য ১০ লাখ কোটি টাকারও বেশি। এই সম্রাটের মালিকানাধীন জমিতে ইউরেনিয়ামের খনিও ছিল। প্রচুর পরিমাণ হিরা ছিল চেঙ্গিসের মণিভাণ্ডারে। তার কাছে থাকা মোট হিরার বর্তমান মূল্য ১ লাখ কোটি ডলার। নিজের শাসন আমলে অনেক দুর্গ নির্মাণ করেন চেঙ্গিস। পাশাপাশি ব্যাপক দুর্গ তিনি জয়ও করেছিলেন। চেঙ্গিসের কাছে থাকা মোট দুর্গের সংখ্যা ছিল ১০৫০। তার ছিল মোট ২ লাখ ৭০ হাজার ঘোড়া। যা এক একটি ঘোড়ার বর্তমান দাম চার লাখ টাকারও বেশি। উল্লেখ্য, চেঙ্গিস খান ১১৬২ সালে মঙ্গোলিয়ার বর্তমান রাজধানী উলান বাটোরের কাছে একটি জায়গায় জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় তিনি মোট ছয়টি বিয়ে করেন। সন্তান-সন্ততির সংখ্যাও ছিল অনেক। চেঙ্গিস ১২২৭ সালের আগস্টে পশ্চিম জিয়ার রাজধানী ইনচুয়ানের পতনের সময় মারা যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন