শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ব্রিটিশ গুপ্তচর বিমানের পাশ ঘেঁষে গেল রুশ ক্ষেপণাস্ত্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় টহলরত নিরস্ত্র একটি ব্রিটিশ গুপ্তচর বিমানের কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। গত ২৯ সেপ্টেম্বর ব্রিটিশ যুদ্ধবিমানের পাশ ঘেঁষে রাশিয়ার ছোড়া এই ক্ষেপণাস্ত্র চলে যায় বলে বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় ওয়ালেস বলেছেন, রাশিয়া এই সমস্যার জন্য প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছে। ব্রিটিশ গুপ্তচর ওই বিমানের সাথে এখন যুদ্ধবিমানের পাহারা রয়েছে। তিনি বলেছেন, গত মাসের ওই ঘটনার পর কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় টহল স্থগিত করেছিল ব্রিটেন। একই সাথে এই ঘটনার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর কাছে যুক্তরাজ্যের সরকারের উদ্বেগের কথা জানানো হয়েছে। ওয়ালেস বলেন, গত ১০ অক্টোবর উদ্বেগের জবাবে দেওয়া রুশ প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করেছে। রাশিয়ার এসইউ২৭ যুদ্ধবিমানের প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শোইগু। সূত্র: রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন