রেকর্ড দামে বাড়ি কিনে এখন খবরের শিরোনাম ভারতীয় ধনকুবের ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটিডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। দুবাইয়ের নতুন আবাসের জন্য তিনি খরচ করেছেন ১৬ কোটি ৩০ লাখ ডলার। পাম জুমেইরাহ দ্বীপে আম্বানির নতুন বাড়িটি অবস্থিত। বিস্তারিত না জানা গেলেও ধারণা করা হচ্ছে, সেখানে আরাম-আয়েশের অত্যাধুনিক সব ব্যবস্থা রয়েছে। স্টারবাকস, এইচঅ্যান্ডএমের মতো আন্তর্জাতিক সংস্থার স্থানীয় ফ্র্যাঞ্চাইজির মালিক কুয়েতি ব্যবসায়ী মোহাম্মদ আলশায়ারের কাছ থেকে সপ্তাহ খানেক আগে এ বিলাসবহুল বাড়িটি কিনেছেন মুকেশ আম্বানি। সাত মাস আগে ছোট ছেলে অনন্তের জন্য দুবাইয়ে আরেকটি বাড়ি কিনেছিলেন মুকেশ। যার দাম নতুনটির অর্ধেক, অর্থাৎ ৮ কোটি ডলার। যা ওই সময় রেকর্ড দাম হিসেবে বিবেচিত হয়েছিল। দুবাই ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে সম্পত্তি রয়েছে মুকেশ আম্বানির। তবে এ পরিবারের মূল আবাস মুম্বাইয়ের ২৭ তলার অট্টালিকা অ্যান্টিলা। ভারতের দ্বিতীয় শীর্ষ এ ধনকুবের সম্প্রতি হসপিটালিটি শিল্পে পা রেখেছেন। চেইন হোটেল ওবেয়র পরিচালনাকারী সংস্থা ইআইএইচের প্রায় এক পঞ্চাংশ ইক্যুইটি তাদের হাতে। এছাড়া চলতি বছরের শুরুর দিকে ১০ কোটি ডলারে বিনিময়ে নিউইয়র্কের ম্যান্ডারিন ওরিয়েন্টালের সংখ্যাগরিষ্ট শেয়ার কিনে নেন। খালিজ টাইমস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন