শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনায় আক্রান্ত আড়াই লক্ষাধিক মৃত ১০১৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬৩ হাজার ৩৯৭ জন। আর মারা গেছেন এক হাজার ১৪ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ৬৩ কোটি ২৭ লাখ এক হাজার ৪৭৯ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৮২ হাজার ২৪২ জন। এছাড়া সুস্থ হয়েছে ৬১ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৪৮০ জন। এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৯০ লাখ ৬২ হাজার ৮৭৯ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৯২ হাজার ৭৯৩ জন। তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৪২ হাজার ৭৪২ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৯৬১ জনের। তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৫ লাখ ৬৮ হাজার ৩৫১ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৩৩৭ জনের। এছাড়া আক্রান্তে চতুর্থ স্থানে উঠে এসেছে জার্মানি। আক্রান্ত হয়েছে তিন কোটি ৫১ লাখ ৭২ হাজার ৬৯৩ জন। আর মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৪৮২ জন। ব্রাজিল আছে আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৪৮ লাখ ২৮ হাজার ৯৬১ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৭ হাজার ৬৬৫ জনের। ওয়ার্ল্ডোমিটার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন