লেফটেনেন্ট গভর্নর মনোজ সিনহা ‘ইনস্পায়ার জেন-২’ এবং ‘দ্য বিটস অব জে এন্ড কে’ নামে দুটি ডিজিটাল শোয়ের উদ্বোধন করেন। এ শোগুলো তৈরি করেছে ডিপার্টমেন্ট অব ইনফরমেশন এন্ড পাবলিক রিলেসন্স (ডিআইপিআর)। এগুলো তৈরি করা হয়েছে জম্মু ও কাশ্মীরের তরুণদের আনন্দ প্রদান ও উদ্বুদ্ধ করতে। তাছাড়া লেফটেনেন্ট গভর্নর স্টাডি লঞ্জ এবং রেফারেন্স লাইব্রেরির উদ্বোধন করেন। শ্রিনগরের ডিআইপিআর-এর অডিটোরিয়ামটি সান্তোর মায়েস্ত্রোর সম্মানে ‘পন্ডিত ভাজান সাপোরি অডিটোরিয়াম’ হিসেবে উৎস্বর্গ করা হয়েছে। লেফটেনেন্ট গভর্নর ইনফরমেশন এন্ড পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট এবং জম্মু কাশ্মিরের তরুণদের ধন্যবাদ জানান। তিনি বলেছেন, ডিআইপিআরের এসব কার্যক্রম জানালার মতো যেটি বিশ্বের সীমাহীন ধারণা, কল্পনা, বুদ্ধি ও সংস্কৃতির পথ খুলে দিয়েছে। গুড মর্নিং কাশ্মীর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন