শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

হাসপাতালকে বুলডোজার নোটিশ

প্লাটিলেটের স্থলে মুসাম্বির রস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ভারতের উত্তরপ্রদেশে ডেঙ্গু রোগীকে রক্তের প্লাটিলেটের বদলে স্যালাইনে কমলার রস দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের বেসরকারি ওই হাসপাতালটি বেআইনিভাবে নির্মাণেরও অভিযোগ উঠেছে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে বলে প্রয়াগরাজের ‘গ্লোবাল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার’কে সতর্ক করে নোটিস পাঠিয়েছে যোগি আদিত্যনাথের প্রশাসন। হাসপাতালটি প্রশাসনের অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছে। সামনের শুক্রবারের মধ্যে সম্পূর্ণ এলাকা ফাঁকা করে দিতে হবে বলেও লেখা রয়েছে নোটিসে। কমলার রস কাণ্ডের পরই অবশ্য হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়। বর্তমানে সেখানে কোনো রোগী ভর্তি নেই। নোটিসে আরও লেখা হয়েছে, এ বছরের শুরুতে এ সংক্রান্ত নোটিসের কোনো জবাব হাসপাতাল কর্তৃপক্ষ দেয়নি। সে কারণে এবার বুলডোজার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩২ বছর বয়সী ডেঙ্গু রোগীর পরিবারের অভিযোগ, রক্তের প্লাটিলেটের বদলে কমলার রস স্যালাইনে ভরে দেওয়া হয়েছিল। অথচ কমলা ভরা ব্যাগের উপরে লেখা ছিল ‘প্লাজমা’! ওই রস শরীরে যাওয়ার পরই রোগীর অবস্থা খারাপ হতে শুরু করে। তড়িঘড়ি করে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোগীকে। কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের দাবি, অন্য হাসপাতালের চিকিৎসকরা তাদের জানিয়েছেন, গ্লোবাল হাসপাতালে রক্তের প্লাটিলেটের বদলে রোগীর শরীরে দেওয়া হয়েছিল কিছু রাসায়নিক মিশ্রিত মিষ্টি কমলার রস। রক্তের প্লাটিলেটের ব্যাগে সত্যিই কমলার রস ভরা ছিল কি না, তা পরীক্ষা করে দেখা হলেও সেই রিপোর্ট প্রকাশ্যে আসেনি। মৃতের পরিবারের পক্ষ থেকে গ্লোবাল হাসপাতালে সেই সময় কর্মরতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন