ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ায় বিরোধী লেবার দল থেকে প্রতিক্রিয়া দেয়া হয়েছে। দলটি বলেছে, দেশ শাসন করার ম্যান্ডেট নেই ঋষি সুনাকের। তিনি দেশের অর্থনৈতিক সমস্যার সমাধানও নন। প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের প্রথম বক্তব্যের জবাবে লেবার পার্টির চেয়ার আনিলিসে ডোডস বলেছেন, দেশের প্রয়োজন একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে ফ্রেসভাবে সব কিছু শুরু করা। তার ভাষায়, ঋষি সুনাক বলেছেন, সমস্যার সমাধান তিনি, যখন মূল সমস্যাটা রয়েছে কনজারভেটিভদের মধ্যে। কনজারভেটিভরা গত ১২ বছর ধরে ব্যর্থ। এর অংশ ঋষি সুনাকও। গত নির্বাচনে উচ্চ ট্যাক্স, নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ভোট দেয়নি জনগণ। ঋষি সুনাক তার বক্তব্যে বলেছেন, ২০১৯ সালে যে ম্যান্ডেট জিতেছে তার দল সেটা কোনো একক ব্যক্তির নয়। কিন্তু সুদৃঢ় নীতি প্রস্তাবে ঋষি সুনাকের ঘাটতি আছে বলে এর সমালোচনা করেন আনিলিসে ডোডস। তিনি বলেন কনজারভেটিভ দলের অর্থনৈতিক ব্যর্থতার মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। গার্ডিয়ান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন