সোমবার , ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০, ১৬ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দক্ষিণ আফ্রিকায় ইথিওপিয়া-টিগ্রায় শান্তি আলোচনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের মুখপাত্র মঙ্গলবার বলেছেন, সেখানে ইথিওপিয়ার টিগ্রায় অঞ্চল নিয়ে প্রথম দফার শান্তি আলোচনার শুরু হয়েছে। আরো কয়েকটি বিশদ বিবরণ প্রকাশ করা হলেও, দক্ষিণ আফ্রিকার ঠিক কোন স্থানে ওই শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, তা জানা যায়নি। এমনকি ওই আলোচনা স্থানে সাংবাদিকদের প্রবেশাধিকার রাখা হয়নি। প্রেসিডেন্টের মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া সাংবাদিকদের বলেছেন, পূর্বে বিলম্বিত ওই আলোচনা, ২৫ অক্টোবর শুরু হয়েছে এবং আগামী ৩০ অক্টোবর তা শেষ হবে। ইথিওপিয়ান সরকার পক্ষ এবং টিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্ট বা টিপিএলএফের নেতৃত্ব সোমবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর, আলোচনার বিষয়টি জানা গেছে। আলোচনার নেতৃত্ব দিচ্ছেন, আফ্রিকান ইউনিয়নের হর্ন অফ আফ্রিকার দূত এবং নাইজেরিয়ার সাবেক নেতা ওলুসেগুন ওবাসাঞ্জো, দক্ষিণ আফ্রিকার সাবেক ডেপুটি প্রেসিডেন্ট ফুমজিল ম্লাম্বো-এনগকুকা এবং কেনিয়ার সাবেক প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। আফ্রিকান ইউনিয়ন কমিশন এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও পর্যবেক্ষক হিসেবে বৈঠকে অংশ নিচ্ছেন। ইথিওপিয়ান সরকার এই অঞ্চলের বিমানবন্দর এবং অন্যান্য অবকাঠামো নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে, গত সপ্তাহে টিগ্রায়ে লড়াই তীব্রতর করেছে। সরকারের পক্ষ থেকে সোমবার বলা হয়েছে, তার বাহিনী গত কয়েক দিনে প্রধান প্রধান শহর কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছে। ২০২০ সালের নভেম্বরে টিগ্রায়ে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং লক্ষাধিক বাস্তুচ্যুত হয়েছে। ভিওএ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন