বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

যেভাবেই হোক ইউক্রেন ছাড়ুন। মঙ্গলবার এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এমন ইউক্রেনে বসবাসরত নিজ দেশের নাগরিকদের এমন পরামর্শ দিয়েছে ভারত। এর আগে গত ১৯ অক্টোবরও এমন পরামর্শ বা সতর্কবার্তা দিয়েছিল দেশটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পরিস্থিতি আরও সঙ্কটজনক হওয়ার জেরে দেশটিতে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী ও নাগরিকদের দেশে ফেরত আসতে বলা হয়েছে। মঙ্গলবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, গত ১৯ অক্টোবর দেওয়া পরামর্শ অনুযায়ী সমস্ত ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। যেভাবেই হোক ইউক্রেন ছাড়ুন। কোনওরকম সহায়তার জন্য এবং সীমান্তে পৌঁছানোর জন্য যোগাযোগের নাম্বারও দেওয়া হয়েছে। বলা হয়েছে, সীমান্ত পার করার জন্য ভারতীয় দূতাবাসের এসব নাম্বারে ফোন করে সাহায্য চাওয়া যাবে। বহুদিন ধরেই ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য ইউক্রেন। কিন্তু বর্তমানে দেশটির পরিস্থিতি সঙ্কটজনক। ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন