বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাদশাহ সালমান-এরদোগান ফোনালাপ

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার বিদ্রোহীদের ওপর বাশার আল-আসাদ বাহিনী এবং রুশ হামলার কড়া সমালোচনা করেছেন সউদি বাদশাহ সালমান এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। সিরীয় সঙ্কট নিয়ে গত মঙ্গলবার এক ফোনালাপে তারা এ সমালোচনা করেন। প্রেসিডেন্ট এরদোগানের অফিস থেকে জানানো হয়েছে, আলেপ্পোর দক্ষিণে রুশ এবং বাসার বাহিনীর হামলাকে এ দুই রাষ্ট্রপ্রধান উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন। সিরিয়ার সরকারি বাহিনীর উপর্যুপরি হামলায় আলেপ্পোয় মানবিক বিপর্যয় দেখা দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। আসাদ যতদিনে ক্ষমতায় থাকবেন ততদিনে সিরীয় সঙ্কটের কোনো সমাধান হবে না বলেও তারা মত ব্যক্ত করেন। এর দ্রুত সমাধানে পৌঁছতে অবিলম্বে বেসামরিক নাগরিকদের ওপরে আসাদ সরকারের হামলা বন্ধ এবং অবরোধ তুলে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সিরিয়ার উত্তরাঞ্চলীয় আজাজ শহরে কুর্দি মিলিশিয়া পিওয়াইডির হামলা এবং এর জবাবে তুর্কি বাহিনীর গোলাবর্ষণের ঘটনা নিয়েও আলোচনা করেন তারা। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন