শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেন ইইউতে যোগ দিলে সবারই ক্ষতি: ফরাসি প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ১:২৮ পিএম

ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনকে দ্রুত প্রবেশ করতে দেয়া হলে তা ইইউ বা ইউক্রেন কারও স্বার্থের জন্যই ভালো হবে না। বুধবার ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন এ মন্তব্য করেছেন।

‘ইউক্রেনকে জুনে ইইউ কাউন্সিলে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য সর্বসম্মতিক্রমে একটি প্রার্থী দেশের মর্যাদা দেয়া হয়েছিল। (ইইউতে) যোগদানের পথটি দীর্ঘ এবং শ্রমসাধ্য। কোন ত্বরান্বিত পদ্ধতি বা সহজ শর্ত থাকবে না। এটি কখনোই হবে না। না ইউরোপীয় ইউনিয়নের স্বার্থে না ইউক্রেনের স্বার্থে,’ তিনি বলেন।

২৩ জুন, ইইউ রাষ্ট্র ও সরকার প্রধানরা ইউক্রেনকে প্রার্থীর মর্যাদা দিতে সম্মত হন।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইন তখনই বলেছিলেন যে, এখন থেকে ইউক্রেনকে ইইউ সদস্যপদ পাওয়ার জন্য তার যোগ্যতার সংস্কারের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। সূত্র: তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন