শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভোপালে কারখানায় ক্লোরিন গ্যাস লিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ভারতের মধ্যপ্রদেশের ভোপালে একটি কারখানা থেকে ক্লোরিন গ্যাস লিক হয়েছে। এরপর অনেকেরই কাশি হচ্ছে এবং আতঙ্কে বেশ কয়েকজন হাঁপাচ্ছে। এনডিটিভি জানিয়েছে, এরই মধ্যে ১৫ জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের মধ্যে দুজন শিশু রয়েছে। বর্তমানে তাদের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। ১৯৮৪ সালে ভোপালের আকাশে বাতাসে-ছড়িয়ে গিয়েছিল মৃত্যুর গন্ধ। ওই সময় গ্যাস লিক হয়ে প্রাণ গিয়েছিল হাজার হাজার মানুষের। সেখানকার অনেকেই সেই দুঃসহ আতঙ্কের স্মৃতি মনে করে ভয় পাচ্ছেন। অসুস্থ হয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি হতেই বহু মানুষ মাঝরাতে ঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হিড়িক শুরু হয়। যদিও শেষ পর্যন্ত পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনীর কর্মীরা। ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যা ৬টার দিকে। হঠাৎ করেই ভোপালের মাদার ইন্ডিয়া কলোনিতে একটি পানীয় জলের কারখানা থেকে ক্লোরিন গ্যাস লিক করা শুরু করে। ক্লোরিনের ঝাঁঝালো গন্ধে অসুস্থ হতে থাকেন স্থানীয়রা। কারো শ্বাসকষ্ট, কারো তীব্র মাথা ব্যথা, কারো বমি, কারো চোখ জ্বালা করা শুরু হয়। স্থানীয়রা বলেছেন, পানীয় জলের কারখানায় ক্লোরিন গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক শুরু হয়। প্রথমে সিলিন্ডারটি ঠিকও করা হয়। কিন্তু পরে সেটি থেকে আবার ক্লোরিন লিক হওয়া শুরু হয়। এই ক্লোরিন গ্যাস শরীরের জন্য মারাত্মক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুকে ঘায়েল করার জন্য এই গ্যাস ব্যবহার করা হতো। টানা ক্লোরিন লিক হতে থাকায় অসুস্থ হতে থাকেন স্থানীয়রা। প্রায় ৩০ মিনিট লিক হওয়ার পর পরিস্থিতি বেগতিক দেখে সিলিন্ডারটি পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়। তারপর অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন