শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউরোপে প্রথম গাঁজা বৈধ হচ্ছে জার্মানিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

গাঁজাকে বৈধ ঘোষণা করার পরিকল্পনার প্রস্তাবে স্বীকৃতি দিল জার্মান মন্ত্রিসভা। এই সিদ্ধান্ত কার্যকর হলে বিনোদনের জন্য সামান্য পরিমাণ গাঁজা নিজের কাছে রাখতে পারবেন জার্মান নাগরিকরা। পাশাপাশি ব্যবসায়ীরাও গাঁজা চাষ ও বিক্রির অনুমতি পাবেন। জার্মান স্বাস্থ্যমন্ত্রী কার্ল লওটেরবাখ জানিয়েছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে ব্যক্তিগত বিনোদনের জন্য একজন ব্যক্তি ২৮ গ্রামের কিছু বেশি গাঁজা তার কাছে রাখতে পারবেন। খবরে জানানো হয়, নতুন আইন কার্যকরের পর স্বয়ংক্রিয় যন্ত্র থেকে গাঁজা কিনতে পারবেন প্রাপ্তবয়স্ক জার্মান নাগরিকরা। তবে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে বেশ কিছু বাধা পার করতে হবে দেশটিকে। কারণ ইউরোপীয় ইউনিয়নের আইনের পরিপন্থী হয় এমন কিছু করা যাবে না। মন্ত্রিসভার অনুমোদনের পর এই নিয়ে জার্মান পার্লামেন্টে আলোচনা হবে। সব মিলিয়ে ২০২৪ সালের আগে জার্মানিতে গাঁজা বৈধ হওয়ার সম্ভাবনা কম। বর্তমানে জার্মানিতে শুধুমাত্র মৃত্যুপথযাত্রী রোগীদের চিকিৎসায় গাঁজার ব্যবহার বৈধ। জার্মান স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গাঁজা বৈধ করার এমন প্রক্রিয়া জার্মানি তৈরি করতে চাইছে যা অন্যন্য ইউরোপীয় দেশ অনুসরণ করতে পারে। হিন্দুস্তান টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন