শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যাজক ও নানরা এখন পর্ন দেখছে : পোপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

অনলাইনে পর্নোগ্রাফি দেখার ভয়াবহতা সম্পর্কে ধর্মযাজক ও নানদের সতর্ক করে পোপ ফ্রান্সিস বলেছেন, এই অভ্যাস ধর্মীয় মননকে ‘দুর্বল’ করে দেয়। বিবিসি জানিয়েছে, তথ্য প্রযুক্তির যুগে ডিজিটাল ও স্যোশাল মিডিয়াকে কীভাবে সর্বোত্তম উপায়ে ব্যবহার করা যায়- ভ্যাটিকানে আয়োজিত এক অনুষ্ঠানে সেই প্রশ্ন করা হয়েছিল পোপকে। জবাবে ৮৬ বয়সী পোপ বলেন, “পর্নোগ্রাফি, এটা এমন এক পাপ যা অনেক মানুষইৃ এমনকি প্রিস্ট আর নানরাও। শয়তান সেখান থেকেই অন্তরে প্রবেশ করে।” সোশাল মিডিয়া ও ডিজিটাল প্রযুক্তি তাহলে কীভাবে ব্যবহার করা উচিৎ? জবাবে পোপ বলেন, এগুলোও ব্যবহার করা উচিত, কিন্তু তাতে খুব বেশি সময় অপচয় করা ঠিক না। “যিশু প্রতিদিন পরিশুদ্ধ হৃদয়ের কথাই গ্রহণ করেন, ওই পর্নোগ্রাফির তথ্য নয়।” পোপের পরামর্শ, “মোবাইলে পর্ন থাকলে তা ডিলিট করে দিন, যাতে আপনার হাতের মুঠোয় ওই প্রলুব্ধকারী জিনিস না থাকে।” চার্চের শিক্ষা অনুযায়ী, পর্নোগ্রাফি হল পবিত্রতা বা শুদ্ধতার লংঘন। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন