সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ নিয়ে চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো অবৈধভাবে হামলা চালালো দেশটি। সিরিয়ার সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে দামেস্কের আশপাশে কয়েকটি স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরাইল। তবে বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র আগ্রাসনের মোকাবিলা করেছে এবং বেশির ভাগ ধ্বংস করতে সক্ষম হয়। ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত শুক্র ও সোমবার একইভাবে বিমান হামলা চালালে এক সেনা আহত হন বলে দাবি করে সিরীয় সেনাবাহিনী। তেল আবিব দাবি করেছে, সিরিয়ার মিত্র ইরানের ঘাঁটি লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীকে সমর্থনে দেশটিতে কয়েক হাজার সেনা পাঠিয়েছে ইরান। যদিও এ প্রসাথে দামেস্ক ও তেহরানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন