বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সমুদ্রসীমা চিহ্নিতকরণ চুক্তি সই লেবানন-ইসরাইলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

শেষ পর্যন্ত সমুদ্র সীমা চিহ্নিতকরণ চুক্তিতে সই করেছে লেবানন এবং ইহুদীবাদী ইসরাইল। এই চুক্তির ফলে লেবানন তার দক্ষিণে সমুদ্রসীমা নির্ধারণ করতে পারবে। চুক্তির বিষয়ে চূড়ান্তভাবে কাগজপত্র জাতিসংঘের কাছে উপস্থাপন করা হয়। যা ইসরাইলের সঙ্গে পরোক্ষ আলোচনার দীর্ঘ পথ পাড়ি দিয়ে সম্পন্ন হয়েছে। চুক্তি সইয়ের পর লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, এই চুক্তি লেবানন সরকার, জনগণ ও প্রতিরোধকারী শক্তির জন্য বিজয়। একই সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদেরকে তিনি উচ্চ সতর্কতায় থাকার আহ্বান জানিয়েছেন। চুক্তি সইয়ের পর লেবাননের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত । বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই চুক্তির ফলে লেবানন এখন তেল রপ্তানিকারক দেশে পরিণত হবে। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, সমুদ্র সীমা সংক্রান্ত এই চুক্তি রাজনৈতিক বিষয়, এর সঙ্গে ইরায়েলের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই।ইসরাইল এবং লেবানন দুই পক্ষ চুক্তিতে সই করার পর এর প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন জো বাইডেন। তিনি বলেছেন, এই চুক্তি লেবাননের নিজস্ব প্রাকৃতিক সম্পদ আহরণের পথ সুগম করবে। চুক্তিটি এমন সময় হলো যখন পশ্চিমা দেশগুলো গ্যাস রপ্তানিকারক দেশ খুঁজছে এবং রাশিয়ার গ্যাসের বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছে। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন