সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কের প্রতি বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত গ্রিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

গ্রীসের প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিবেশী ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্কের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে গ্রীস। একই সাথে তিনি তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে নিজ দেশে গ্রীক-বিরোধী মনোভাব উস্কে দেয়ার অভিযোগ করেন। এই দু’ন্যাটো মিত্র দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দেশ দু’টির মধ্যে বেশ কিছু বিষয়ে দ্বন্দ্ব রয়েছে এবং গত অর্ধশতাব্দীতে তারা তিনবার যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে এথেন্সে এক বৈঠক শেষে গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেন, আমার মনোকামনা হলো দেরিতে হলেও আমাদের প্রতিবেশীরা উত্তেজনা হ্রাসের বৈধতার কোনো বুলিসর্বস্ব হুমকি-ধামকি ছাড়া বরং গঠনমূলক কাজের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ বেছে নিবে। ভয়েস অব আমেরিকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন