ভারতের উত্তর প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মিষ্টি ফুরিয়ে যাওয়া নিয়ে সংঘর্ষে ২২ বছর বয়সী এক তরুণ নিহত এবং পাঁচজন আহত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) রাতে আগ্রা জেলার এতমাদপুরে মহল্লা শাইখানের বাসিন্দা উসমানের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে রসগোল্লার ঘাটতি হওয়ার কারণে কনে ও বর পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। মিষ্টির ঘাটতি নিয়ে কথা কাটাকাটি একপর্যায়ে মারাত্মক হাতাহাতিতে রূপ নেয় এবং এক ব্যক্তি সেখানে অন্যদের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। হামলায় আহত পাঁচজনকে এতমাদপুরের কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন