যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক একটি সমীক্ষায় বলেছে যে, অর্থনৈতিক পরিস্থিতি দেশটির এক-তৃতীয়াংশেরও বেশি মানুষের মূল উদ্বেগের বিষয়। সমীক্ষাতে দেশটির চার-পঞ্চমাংশ মানুষ বলেছেন যে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে তাদের ভোটের সিদ্ধান্তের জন্য অর্থনীতি ‘খুব গুরুত্বপূর্ণ’ নিয়ামক হবে। তবে, যদিও ২৭ অক্টোবর প্রকাশিত সেপ্টেম্বর থেকে তিন মাসের জিডিপি পরিসংখ্যানে মার্কিন অর্থনীতি দুই চতুর্থাংশ সংকোচন শেষ করে অর্থনীতি ২ দশমিক ৬ শতাংশ বার্ষিক হারে বৃদ্ধি পেয়েছে, বিশেষজ্ঞরা বলছেন যে, এটি ডেমোক্র্যাটদের জন্য খুব একটা অনুকূল পরিস্থিতি তৈরি করবে না। বর্তমান নির্বাচনী সমীক্ষার তথ্যগুলি বলছে যে, যেহেতু, মার্কিন জিডিপি পরিসংখ্যান অকাট তথ্যের ওপর নির্মিত নয়, তাই মার্কিন অর্থনীতি বার্ষিক ১০ শতাংশ হারে বৃদ্ধি পেলেও, ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেনের দল এখনও কংগ্রেসে নূন্যতম ২৩টি আসন হারাতে পারে। এবং মার্কিন ভোটারদের বিবেচনার প্রধান সূচক মুদ্রাস্ফীতি, আবাসন মূল্য এবং ভোক্তা ব্যয়ের কারণে এই অনিশ্চয়তাটি একাধারে ৭৬টি আসন হারানো থেকে মাত্র ২৯ আসন লাভ করা পর্যন্ত বিস্তৃত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন