ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদ শেষ হয়ে যাওয়া উপলক্ষে বৈরুতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি তার দেশের এ অবস্থানের কথা ঘোষণা করেন।
মিশেল আউন বলেন, ইসরাইলি শত্রুর সঙ্গে শান্তির কোনো প্রশ্নই ওঠে না।
ভূমধ্যসাগরের পানিসীমা নির্ধারণের বিষয়ে তেল আবিবের সঙ্গে বৃহস্পতিবার প্রেসিডেন্ট আউনই এক চুক্তি সই করেন। এ সত্ত্বেও লেবানন কেন ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি করবে না- এমন প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বলেন, পানিসীমা নির্ধারণের আলোচনা ছিল বিষয়ভিত্তিক এবং আমেরিকার মধ্যস্থতায় ওই পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, পানিসীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে মূলত যুদ্ধ এড়াতে এবং লেবাননের স্বার্থ ও স্থিতিশীলতার জন্য এটি জরুরি ছিল।
মিশেল আউন বলেন, পানিসীমা নির্ধারণ নিয়ে যে চুক্তি সই হয়েছে, তা থেকে ইসরাইল বেরিয়ে যেতে পারবে না।
গত বৃহস্পতিবার ইসরাইল ও লেবানন মার্কিন মধ্যস্থতায় আলাদা আলাদাভাবে একটি চুক্তি সই করে। এর পর চুক্তির কাগজ জাতিসংঘের কাছ হস্তান্তর করা হয়। গত ১২ বছর ধরে পরোক্ষ আলোচনার পর এ চুক্তি সই হলো। স্বাভাবিক নির্বাচনি প্রক্রিয়ায় প্রেসিডেন্ট মিশেল আউন রোববার ক্ষমতা ত্যাগ করবেন বলে কথা রয়েছে। সূত্র: রয়টার্স, আলজাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন