শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

৯ নভেন্বর চীনের উচেনে শুরু হবে বিশ্ব ইন্টারনেট সম্মেলন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ৬:৪৭ পিএম

আগামী ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত, চীনের চ্যচিয়াং প্রদেশের উচেন শহরে, অনুষ্ঠিত হবে ‘বিশ্ব ইন্টারনেট সম্মেলন, ২০২২’।

সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে: "যৌথভাবে ইন্টারনেট বিশ্ব ও ডিজিটাল ভবিষ্যত সৃষ্টির মাধ্যমে ইন্টারনেটসংশ্লিষ্ট অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলা"। সম্মেলনটি অনলাইন ও অফলাইনে অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইন্টারনেট সম্মেলনের মহাসচিব রেন শিয়ান লিয়াং এক প্রেস ব্রিফিংয়ে জানান, সম্মেলনে ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ২ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে সহযোগিতা ও উন্নয়ন, প্রযুক্তি ও শিল্প, মানুষ ও সমাজ, শাসন ও নিরাপত্তা শীর্ষক চারটি প্রধান বিষয়কে কেন্দ্র করে ২০টি সাব-ফোরাম আয়োজিত হবে।

বিশ্ব ইন্টারনেট সম্মেলন ও চ্যচিয়াং প্রদেশের স্থানীয় সরকার যৌথভাবে এ সম্মেলন আয়োজন করবে। সূত্র: সিআরআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন