শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

একঘেয়েমি কাটাতে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ রোপণ গৃহশিক্ষকের!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ৭:০৬ পিএম

কেবল মাত্র বাড়িতে বসে একঘেয়ে লাগছিল বলে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ রোপণ করে বসলেন ব্রিটেনের এক বাসিন্দা। ওই ব্রিটিশ নাগরিকের নাম ড্যানিয়েল এমলিন-জোনস।

ড্যানিয়েল বাড়িতেই রোপণ করেছেন পৃথিবীর সব থেকে বিষাক্ত গাছ ‘জিম্পি-জিম্পি’, যা পরিচিত ‘অস্ট্রেলিয়ান স্টিঙ্গিং ট্রি’ নামেও। এই গাছের এক হুলে মাসের পর মাস ব্যথায় কাতরাতে থাকেন এক জন সুস্থ-সবল মানুষ। এমনকি এই গাছের হুল শরীরে ফুটলে এতটাই যন্ত্রণা হয় যে, মানুষের মনে আত্মহত্যার চিন্তাও আসে।

সেই সব বিপদের কথা জেনেও পেশায় গৃহশিক্ষক ৪৯ বছর বয়সি ড্যানিয়েল তার বাড়িতে ‘জিম্পি-জিম্পি’ গাছ রোপন করেছেন। তবে বাড়ির মধ্যে গাছটিকে অতি যত্নে এবং সাবধানেই রাখা হয়েছে। গাছটি সকলের নাগালের বাইরে রাখতে একটি খাঁচার ভিতরে রাখা হয়েছে ওই গাছটিকে। খাঁচার বাইরে ‘বিপজ্জনক’ লিখে সতর্কবার্তাও দেয়া হয়েছে বলেও ড্যানিয়েল জানিয়েছেন।

ড্যানিয়েল ব্রিটিশ সংবাদপত্র মেট্রোকে জানিয়েছেন যে তিনি বাড়িতে বসে বসে বিরক্ত হয়ে পড়েছিলেন। তাই ঠিক করেন জীবনে সাহসী কিছু কাজ করবেন। আর তার পরই ‘জিম্পি-জিম্পি’ রোপণের সিদ্ধান্ত নেন।

কী ভাবে বাড়িতে রোপণ করা যেতে পারে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ’? উত্তর দিয়েছেন ড্যানিয়েল। তিনি বলেন, ‘‘অনলাইনে এই গাছের বীজ পাওয়া যায়। তবে এই গাছ রোপণ করতে হলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যে টবে গাছ রোপণ করবেন, তার বাইরে আর কোথাও যেন ওই গাছের বীজ না পড়ে।’’

যখন এই গাছ হুল ফোটায় তখন মনে হয়, যেন কেউ সেই জায়গায় অ্যাসিড ঢেলে দিয়েছে। তবে এই গাছের বীজ সস্তায় পাওয়া যাবে না। বাংলাদেশী মুদ্রায় এই গাছের এক একটি বীজের দাম প্রায় পাঁচ হাজার টাকা। সূত্র: ইউকে মেট্রো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন