রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইমরানকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন যুবক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ১১:২৬ পিএম

পাকিস্তানের বিরোধী নেতা ইমরান খানকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন বছর তিরিশের এক যুবক। ঠিক সময়ে তিনি তৎপর না হলে নিহতও হতে পারতেন পিটিআই চেয়ারম্যান।

ওই যুবকের নাম এখনও জানা যায়নি। ঘটনার বিবরণ দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম আমার থেকে ১০-১২ ফুট দূরে এক ব্যক্তি পিস্তল বের করে (ইমরান খানের দিকে) তাগ করছে। এ সময় আমি ছুটে গিয়ে তাকে ধরে ফেলি।’

‘আমি (তার কাছে) পৌঁছানোর আগেই সে এক রাউন্ড গুলি ছুড়েছে। তার কাছে পৌঁছে আমি প্রথমেই তার বন্দুক ধরা হাতটি ধরে ফেলি । এ সময় (হামলাকারী) যেসব গুলি ছুড়েছে সেগুলো একটাও আর ঠিক লক্ষ্যে আঘাত করতে পারেনি।’

‘তারপরই সে আমার হাত ছাড়িয়ে সামনের দিকে ছুটে পালানোর চেষ্টা করে। আমিও তাকে পিছু করে কয়েক মিনিটের মধ্যেই ধরে ফেলতে সক্ষম হই, আলহামদুলিল্লাহ। তারপর পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।’

সিসিটিভির ক্যামেরায়ও ধরা পড়েছে সেই মুহূর্তের ছবি। সেখানে বন্দুক হাতে দেখা যাচ্ছে হামলাকারীকে। তবে তার বন্দুকটির নল আকাশের দিকে তাগ করা। কারণ পেছন থেকে তার বন্দুক ধরা হাতটি টেনে ধরেছেন ওই যুবক। তার পরনে ছিল লাল-সাদা-নীল একটি টি-শার্ট।

পাকিস্তানের জিও টিভি সূত্রে জানা গেছে, ওই বন্দুক থেকে মোট ছ’রাউন্ড গুলি চলেছে, তবে লক্ষ্যে লাগেনি। লাগলে কেবল ইমরান নয়, আরও অনেকেরই প্রাণ যেতে পারত।

সেই পরিণামের কথা ভেবেই ওই যুবককে নায়কের আসনে বসিয়েছেন অনেকেই। একটি টিভি ফুটেজে দেখা যাচ্ছে তাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন পিটিআই সমর্থকরা। এমনকি সামাজিক যোগযোগমাধ্যমে ওই যুবকের ছবি পোস্ট করে তারা হ্যাশট্যাগ দিয়েছেন ‘আমাদের নায়ক’।

পাকিস্তানের কোনো সংবাদমাধ্যমই অবশ্য এখন পর্যন্ত ওই যুবেকর নাম-পরিচয় প্রকাশ করেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Pmrafiqulislam ৪ নভেম্বর, ২০২২, ১১:০০ এএম says : 0
নায়কের নায়ক যুবক ইতিহাস গড়ছে, এমরান প্রাণে বাঁচে তার ভীতিহৃাস ৷
Total Reply(0)
Rubel babib ৩ নভেম্বর, ২০২২, ১১:৪৪ পিএম says : 0
Good job
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন