শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনের বিআরআই প্রকল্পের নিরাপত্তায় প্রাইভেট সিকিউরিটি কোম্পানি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ৭:০০ পিএম

চীনের সম্প্রসারণশীল বৈশ্বিক স্বার্থ রক্ষায় বড় ভূমিকা পালনে নতুন হাতিয়ার হিসেবে সামনে এসেছে দেশটির প্রাইভেট সিকিউরিটি কোম্পানি (পিএসসি)। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোয় পিএসসি'র সশস্ত্র উপস্থিতি নিয়ে কাজ করছে বেইজিং।

সংবাদমাধ্যম এশিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্প রক্ষায় পিএসসিকে কাজে লাগাতে চায় চীন। সম্প্রতি কমিউনিস্ট পার্টির
২০তম কংগ্রেসে প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ভাষণে যার ইঙ্গিত পাওয়া গেছে।

কংগ্রেসে দেওয়া ভাষণে পিএসসির বিষয়ে জিনপিং বলেন, 'এটি (পিএসসি) বিদেশে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও আইনী সত্ত্বার আইনগত অধিকার ও স্বার্থ রক্ষায় আমাদের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।' তার এই মন্তব্যের মধ্য দিয়ে পিএসসির বৃহত্তর ভূমিকার আভাস পাওয়া যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন