শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

তেল উৎপাদন বাড়ান : জি৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

জি৭ দাম কমানোয় সহায়তা করতে তেলসমৃদ্ধ দেশগুলোর প্রতি উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছে। শুক্রবার ওপেক প্লাসের ব্যাপকভাবে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের একমাস পর ধনী দেশগুলোর সংগঠন জি৭ এ আহ্বান জানায়। জার্মানিতে বৈঠক শেষে জি ৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে বলেন, উৎপাদন বাড়ানোর মধ্যদিয়ে ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট তেলের বাজারের অস্থিরতা কমবে। অক্টোবরে ১৩ সদস্য রাষ্ট্রের ওপেক এবং মস্কোর নেতৃত্বাধীনের ১০ মিত্র দেশ নভেম্বর থেকে প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাসের ঘোষণা দিয়েছিল। এতে তেলের মূল্য বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়। এদিকে ইউক্রেনে রুশ হামলার প্রাক্কালে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি দেখা দেয় এবং অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়ে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন