শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২৪ ঘণ্টার মধ্যে ইমরানের ওপর হামলার এফআইআর নথিভুক্তের নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ৮:১৪ পিএম

পাকিস্তানে পাঞ্জাবের মহাপরিদর্শককে ওয়াজিরাবাদে পিটিআইপ্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেছেন, এফআইআর নথিভুক্ত না হলে সর্বোচ্চ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এটি নথিভুক্ত করবে।
এ ঘটনাকে 'ন্যায়বিচারের দিকে প্রথম পদক্ষেপ' বলে অভিহিত করেছেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী।
গত বৃহস্পতিবার লংমার্চ চলাকালে ইমরান খানের গাড়িবহরে হামলা চালায় এক বন্দুকধারী। পরে ঘটনাস্থল থেকে জড়িত একজনকে আটক করা হয়। ওই হামলায় একজন পিটিআই নেতা নিহত এবং ১৩ জন আহত হন। হামলার পেছনে শাহবাজ শরিফের হাত আছে বলে অভিযোগ করেন ইমরান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন