রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরানে ২৭শ বছরের প্রাচীন সামরিক দুর্গের সন্ধান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২২, ৪:২৯ পিএম

প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি উত্তর-পূর্ব ইরানের টেপে রিভিতে একটি প্রাগৈতিহাসিক দুর্গের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। দুর্গটি আনুমানিক প্রায় ২৭শ বছরের পুরনো। রিভি প্রত্নতাত্ত্বিক পাহাড়ে খননের দশম মৌসুমে প্রত্নতাত্ত্বিকরা সামরিক দুর্গটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন।

মঙ্গলবার উত্তর খোরাসান প্রদেশের পর্যটন প্রধানকে উদ্ধৃত করে সিএইচটিএন এই খবর জানিয়েছে।

আলী মোস্তোফিয়ান বলেন, দুর্গটি একসময় মেডিসের অন্তর্গত ছিল। প্রাচীন ইরানী লোকেরা যারা পশ্চিম এবং উত্তর ইরানের মধ্যে মিডিয়া নামে পরিচিত এই অঞ্চলে বসবাস করত। এখানে ৯শ খ্রিস্টপূর্বাব্দের বাসিন্দাদের বিষয়েও প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞরা সাইটটির দক্ষিণ-পূর্বে একটি লৌহ যুগের কবরস্থান আবিষ্কার করেছেন এবং রাভি সাইটের কেন্দ্রীয় অংশে খোদাইকৃত সীলমোহর খুঁজে পেয়েছেন। ১১০ হেক্টরেরও বেশি এলাকা জুড়ে রিভি দেশের উত্তর-পূর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি। দুর্গটি আশখানে শহরের তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

সূত্র: তেহরান টাইমস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন