দ্বিতীয় দফা ভোটাভুটিতে পরাজয়ের তিন সপ্তাহেরও বেশি সময় পর নির্বাচনী আদালতে গেলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। মঙ্গলবার ভোটের ফলাফলের জন্য একটি সফটওয়্যারকে দায়ী করে অভিযোগ দাখিল করে তার দল। এ আবেদনে প্রায় ৫০ শতাংশ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেয়া ভোট বাতিলের দাবি জানিয়েছেন তিনি। তবে স্বাধীন বিশেষজ্ঞরা বলছেন, সফটওয়্যার বাগ ফলাফলের নির্ভরযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে না। লিবারেল পার্টির দাবি, দুটি রাউন্ডে একই মেশিন ব্যবহার হলেও দ্বিতীয় দফায় আপস করা হয়েছিল। এপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন