২০২২ সালের ফাইন্যানশল স্ট্রিট ফোরামের বার্ষিক সম্মেলন বুধবার সমাপ্ত হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন আর্থিক সংস্থার প্রতিনিধিরা মনে করেন, বর্তমানে বিশ্বের অর্থনীতির অনিশ্চয়তা বেড়ে চলছে; তবে, চীনা বাজার সম্বন্ধে বৈদেশিক পুঁজি অনেক আস্থাবান এবং সবুজ ও নিম্ন কার্বন নির্গমন, চিকিৎসা ও স্বাস্থ্যসহ বহু খাতে বরাদ্দ জোরদার করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় বৈদেশিক মুদ্রা পরিচালনা ব্যুরোর উপ-প্রধান লু লেই সম্মেলনে বলেন, ২০২১ সালে চীনের বৈদেশিক বাণিজ্য খাতের সরাসরি বরাদ্দ ২০১২ সালের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। বিশেষ করে হাই-টেক প্রযুক্তি সেবা খাতে বৈদেশিক পুঁজি বিনিয়োগ অনেক বৃদ্ধি পেয়েছে। সিআরআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন