ব্রাজিলের নির্বাচনী আদালত দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর দলের অক্টোবরের রান-অফ নির্বাচনের ফলাফলকে উল্টে দেয়ার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন, যা তিনি হেরেছিলেন।
আদালত ‘খারাপ আস্থা’র মামলা হিসাবে এটিকে বর্ণনা করে বলসোনারোর জোটকে ৪৩ লাখ মার্কিন ডলার মূল্যের জরিমানাও করেছে।
বলসোনারো গত মাসে লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার কাছে হেরে যাওয়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন চ্যালেঞ্জ করে বলেন যে, কিছু মেশিনের ভোট বাতিল হওয়া উচিত।
তার জোট অভিযোগ দায়ের করে যে, বলসোনারো এবং লুলার মধ্যে ৩০ অক্টোবরের ভোট গণনায় তারা কিছু ইলেকট্রনিক ভোটিং মেশিনে ত্রæটির লক্ষণ দেখতে পেয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন