গতকাল (রোববার) চীনের শেনচৌ-১৫ মানববাহী মহাকাশযান উৎক্ষেপণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বেইজিং ফ্লাইট নিয়ন্ত্রণ কেন্দ্রের সমন্বয়ে চিউ ছিউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ সেন্টার, সি আন স্যাটেলাইট নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিভিন্ন পর্যবেক্ষণ পয়েন্ট যৌথভাবে পরীক্ষা করেছে, ইউয়ান ওয়াং-৬ মাপার জাহাজও সাগরে নির্দিষ্ট স্থানে পৌঁছে কাজ শুরু করেছে।
এবার উৎক্ষেপণ করা হচ্ছে ঠাণ্ডা শীতকালে। এজন্য চিউ ছিউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রের আবহাওয়া নিশ্চিত ও সমর্থন দেওয়ার ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।
শেনচৌ-১৪ মানববাহী মহাকাশযানের নভোচারীরা স্পেস স্টেশনে শেনচৌ-১৫ মানববাহী মহাকাশযানের ৩জন নভোচারীর আগমনের জন্য প্রস্তুতি নিয়েছে। চীনা নভোচারী প্রথমবারের মত স্পেস স্টেশনে নতুন নভোচারীদের স্বাগত জানাবে। সূত্র: সিআরআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন