শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুষারপাতে বিপর্যস্ত চীনে সতর্কতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

 চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইঘুর ও মধ্যাঞ্চলীয় মঙ্গোলিয়া অঞ্চল পড়েছে ভারি তুষারপাত আর ভয়াবহ শৈত্যপ্রবাহের কবলে। দিনের বেলায়ও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে, রাস্তার পাশের বাতিগুলো ঢেকে গেছে তুষারে। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। অবস্থা বেগতিক দেখে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, স্থানীয় সময় সোমবার সকাল ৮টার দিকে প্রচণ্ড তুষারঝড়ের কবলে পড়ে চীনের পূর্বাঞ্চলীয় ইলি, তাচেং ও শিহিজি শহর। বাসিন্দাদের চলাচলের দুর্ভোগ কমাতে রাস্তাঘাট পরিষ্কারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে দেশটির উত্তরাঞ্চলীয় জিনজিয়ান অঞ্চলে তাপমাত্রা কমেছে ৮ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় চীনের ন্যাশনাল ফরেস্ট পার্কের একটি লেকের পানিও জমে বরফ হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শুধু তাই নয়, ২৮ মিটার প্রশস্ত বরফের আস্তরণে ঢেকে গেছে পার্কের ঝরনা। সিনহুয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন