প্রশ্নের বিবরণ : আমি কিছুদিন আগে নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বেই ভুলক্রমে নামাজ আদায় করে ফেলি। এখন কি আবার ওই নামাজ আদায় করতে হবে ? কোন অনিবার্যকারণবশত নামাজ পড়তে না পারলে পরবর্তীতে সব কাজা একসাথে পড়া যায় কি? এর ফলে কি সওয়াব কম হবে?
উত্তর : এই নামাজ আবার পড়তে হবে। কেননা, নামাজ শুদ্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে ওয়াক্ত হওয়া। ওয়াক্তের আগে নামাজ পড়লে নামাজ হবে না। অনেক নামাজ একসাথে জমা করে পড়া যায় না। কাজা হয়ে যায়। অকারণে কাজা করা অনেক গোনাহের কাজ। নামাজ হবে, তবে গোনাহসহ। এরকম অভ্যাস করে নিলে নামাজ না পড়ার সমান গোনাহ হবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন