স্পেনকে সঙ্গে নিয়ে মাল্টি মিশন যুদ্ধজাহাজ নির্মাণ করতে যাচ্ছে সউদী আরব। এ লক্ষ্যে ইউরোপের এই দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানির সঙ্গে চুক্তিও স্বাক্ষর করেছে রিয়াদ।
সউদী আরবের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সউদী প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের নৌবাহিনীর জন্য স্পেনের সঙ্গে সউদী আরব অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করতে যাচ্ছে বলে বৃহস্পতিবার সকালে জানিয়েছে এসপিএ। এ লক্ষ্যে সউদী আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (৩০ নভেম্বর) স্পেনের রাষ্ট্রীয় মালিকানাধীন নাভান্তিয়া কোম্পানির সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
মূলত মাল্টি মিশন যুদ্ধজাহাজ বলতে প্রাণঘাতী ও অত্যন্ত কৌশলী রণতরীকে বোঝানো হয়ে থাকে। এই ধরনের যুদ্ধজাহাজ সমুদ্রতীরবর্তী ভূখণ্ড এবং উন্মুক্ত মহাসাগরে অপারেশন চালাতে সক্ষম।
সৌদি প্রেস এজেন্সিরর প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানো এবং সউদী আরব গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্বার্থ রক্ষা করার জন্য সউদীর রাজকীয় নৌবাহিনীর প্রস্তুতির মাত্রা বাড়ানোই স্পেনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারকের লক্ষ্য।’
চুক্তি অনুসারে, ‘সউদী আরবের উদ্দেশ্য এবং ভিশন-২০৩০ এর সাথে সামঞ্জস্য রেখে নৌ জাহাজ নির্মাণ, যুদ্ধ ব্যবস্থার বিভিন্ন উপাদানের একীকরণ এবং জাহাজ রক্ষণাবেক্ষণের শতভাগ পর্যন্ত স্থানীয়করণ করবে’ স্প্যানিশ এই কোম্পানি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সউদী প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং স্পেনের শিল্প, বাণিজ্য ও পর্যটন মন্ত্রী মারিয়া রেয়েস মারোতো উপস্থিত ছিলেন বলেও জানিয়েছে এসপিএ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন