ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলোতে থাকা নিজেদের ঐতিহ্য ফেরত চাচ্ছে বিভিন্ন দেশ। এবার এই কাতারে যোগ দিয়েছে মিসর। ব্রিটিশ মিউজিয়ামে থাকা রোসেটা পাথর ফেরত দাবি করছেন মিসরের নাগরিকরা। ১৯ জুলাই ১৭৯৯ সালে সর্বপ্রথম আবিষ্কৃত হয় রোসেটা স্টোন। এই শিলালিপিতে প্রাচীন গ্রিক ও মিসরীয় ভাষায় লেখা ছিল। ভারত যেমন কোহিনূর হীরা ফেরত চায় তেমনি মিসরীয়রাও এই স্টোন ফেরত চাচ্ছে। মিসরে ফরাসি সেনারা রোসেটা পাথরটির সন্ধান পান। ১৮০১ সালে ফরাসি সেনাদের মিসরে পরাজিত করে ব্রিটিশ সৈন্যবাহিনী। ওই সময় আত্মসমর্পণের চুক্তি অনুসারে এই পাথরটির সঙ্গে আরও ১ ডজন প্রাচীন জিনিস নিয়ে যায় তারা। সেই থেকে এটা ব্রিটিশ জাদুঘরে সংরক্ষিত আছে। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন