রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ইমরান খানের, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে পিটিআই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ৬:১২ পিএম

পিটিআই চেয়ারম্যান ইমরান খান নির্বাচনের জন্য সরকারের সাথে আলোচনার প্রস্তাব ফিরিয়ে দেয়ার একদিন পরে, দলের নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী ‘(প্রাদেশিক) বিধানসভা সদস্যদের তাদের নির্বাচনী এলাকায় ফিরে যাওয়ার এবং নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন’।

রোববার একটি টুইটে, চৌধুরী বলেছেন যে, ‘যদি পিডিএম নির্বাচন থেকে পালিয়ে যেতে থাকে,...আমরা পাঞ্জাব এবং (খাইবার) পাখতুনখোয়া প্রাদেশিক নির্বাচনে যাব এবং জাতীয় পরিষদের নির্বাচন পরে অনুষ্ঠিত হবে’। পরে একটি টুইট বার্তায়, কেপি সরকারের মুখপাত্র ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ পিটিআই নেতৃত্বকে আশ্বস্ত করেছেন যে ‘ইমরান খানের নির্দেশে খাইবার পাখতুনখোয়া বিধানসভা ভেঙে দেয়া হবে’।

শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি এক টুইট বার্তায় আবারও ইমরানের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ‘আমরা পাঞ্জাব বিধানসভা ভেঙে দেয়ার জন্য ইমরানের সংকেতের জন্য অপেক্ষা করছি। আমরা যাকে সমর্থন করি তার প্রতি আমরা অনুগত থাকি।’ এলাহিও ইমরানের প্রতি তার আনুগত্য প্রকাশ করে বলেছেন, ‘আমরা ইমরান খানের পাশে আছি এবং তার পাশে দাঁড়াবো।’

পিটিআই মিত্র আওয়ামী মুসলিম লীগের প্রধান শেখ রশিদ বলেছেন, ‘হয় ইমরান ৩০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ পাবেন অথবা সংসদ ভেঙে দেবেন; তারা রাজনীতি করবে নাকি ভাঙবে বল সরকারের কোর্টে।’ তিনি ‘জনগণের মধ্যে যাওয়ার’ অবস্থায় না থাকার জন্য সরকারের নিন্দা করেছিলেন এবং বলেছিলেন যে, সাবেক অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল ‘তাদের অর্থনীতির ময়নাতদন্ত পরিচালনা করেছেন’। সূত্র: ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন