শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জনসেবক চোর গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতের ছত্তিশগড় রাজ্যে একজন জনসেবক চোর ধরা পড়েছে, যার বক্তব্য পুলিশ এবং দর্শকদের হাসতে বাধ্য করেছে। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, গ্রেফতারকালে জিজ্ঞাসাবাদে এসপিকে চোরের দেওয়া উত্তর শুনে সেখানকার সমস্ত পুলিশ কর্মকর্তা হেসে ফেলেন।
পুলিশ সুপার চোরকে জিজ্ঞেস করেন, চুরি করতে কেমন লাগলো। তাতে চোর বলে, আমার ভালো লাগলো, কিন্তু পরে আমি ভুল করেছি বলে অনুতপ্ত।

পুলিশ অফিসার চোরকে জিজ্ঞেস করলেন, তুমি দুঃখিত কেন এবং কত চুরি করেছিলে? জবাবে অভিযুক্ত বলে, চুরি করা অন্যায়, তাই আমি দুঃখিত এবং আমি ১০ হাজার টাকার জিনিস চুরি করেছি। পরে ওই পুলিশ সদস্য চোরকে জিজ্ঞেস করেন, টাকা দিয়ে কী করলেন? প্রশ্নে অভিযুক্তের উত্তর শুনে হেসে ফেলেন পুলিশ অফিসার ও সেখানকার সব কর্মকর্তা।
অভিযুক্ত বলেছেন যে, তিনি ১০ হাজার টাকার সমপরিমাণ চুরি করা সম্পত্তি দরিদ্রদের মধ্যে বিতরণ করেছেন। আসামি বলে, আমি রাস্তায় থাকা শীতার্ত গরীব ও পশুদের কম্বল বিতরণ করেছি। পুলিশ ও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের এ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর শেয়ার ও লাইক হচ্ছে। এছাড়াও নেজিনেরা এ জিজ্ঞাসাবাদের ভিডিওতে আকর্ষণীয় মন্তব্য করছে। সূত্র : জং নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন