শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীন-আরব দেশের ‘এক অঞ্চল, এক পথ’ সহযোগিতা ফলপ্রসূ হয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ৭:০৮ পিএম

চীন ও আরব দেশের ‘এক অঞ্চল, এক পথ’ যৌথ নির্মাণের সহযোগিতা সুসংহত হচ্ছে। এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আরব দেশগুলো ‘এক অঞ্চল, এক পথ’-এর গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে, এবং ইতিহাসে রেশমপথ সভ্যতার গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী আরব অঞ্চল।

বর্তমানে চীন ও আরব দেশের ‘এক অঞ্চল, এক পথ’ সহযোগিতার কাঠামো অব্যাহতভাবে সুসংহত হচ্ছে এবং এতে সুফল দেখা যাচ্ছে। অবকাঠামো ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে দু’পক্ষের দুই শতাধিক বড় আকারের প্রকল্প চলছে। এতে ২ বিলিয়ন মানুষ লাভবান হয়েছে।

মুখপাত্র আরো বলেন, উচ্চ মানে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের নির্মাণকাজ সম্প্রসারণের সঙ্গে আরব দেশসহ বিভিন্ন দেশের জনগণ আরো বেশি কল্যাণ লাভ করবে। সূত্র: সিআরআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন