বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে টানা ৩ দিন ধরে পাহাড়ি খাদে আটকে থাকেন সি রাজু নামের ৩৬ বছর বয়সী এক যুবক। গত মঙ্গলবার ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি পাহাড়ে এ ঘটনা ঘটে। জানা যায়, ঘনপুর জঙ্গলে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান রাজু। তখনই তার মোবাইল ফোনটি গভীর খাদে পড়ে যায়। ফোন তুলতে গিয়েই বিপত্তির মুখে পড়তে হয় তাকে। আটকে যান পাহড়ি খাদে। কিছুতেই তাকে টেনে বের করতে না পারায়, শেষমেশ পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করেন। ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, রাজুর দেহ পাথরের মধ্যে বাজেভাবে আটকা পড়েছিল। শরীর নাড়ানোরও জায়গা ছিল না। অনেক চেষ্টা করেও রাজুকে খাদ থেকে উদ্ধার করা যাচ্ছিল না। পরে পুলিশে খবর দেওয়া হলে অন্যান্য দপ্তরের সহায়তায় পুলিশ উদ্ধার করে।ফোন তুলতে গিয়ে ৩ দিন পাহাড়ি খাদে আটকে যুবক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন