শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মহাকাশ সহযোগিতা বাড়াতে ইরান-রাশিয়া চুক্তি সই

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ১০:৫৬ পিএম

মহাকাশ শিল্পে সহযোগিতা বিকাশে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইরান ও রাশিয়া।

বুধবার পারস্য উপসাগরের দক্ষিণ ইরানের কিশ দ্বীপে একটি আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনীর ফাঁকে ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিহ এবং রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান রোসকসমস ইউরি বোরিসভ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সহযোগিতার নথিতে রিমোট সেন্সিং এবং টেলিকমিউনিকেশন স্যাটেলাইট নির্মাণে সহযোগিতা এবং সমাবেশ, উৎক্ষেপণ এবং স্যাটেলাইট পরীক্ষার জন্য পরীক্ষাগার অবকাঠামো তৈরিতে সহযোগিতা সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

ইরান, রাশিয়া, চীন এবং ইথিওপিয়া ইত্যাদি দেশের ৯০টি কোম্পানি ১৩ ডিসেম্বর শুরু হওয়া মহাকাশ প্রদর্শনীতে অংশ নিচ্ছে এবং ১৬ ডিসেম্বর প্রদর্শনীর পর্দা নামবে।

সূত্র: মেহর নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন