মঙ্গলবার , ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০, ১৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

আইসিটি এন্ড ক্যারিয়ার

এবার টুইটারে নিষিদ্ধ ভারতীয় সাইট কু!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২২, ১:২২ পিএম

‘বিনা যুক্তি’তে সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইলন মাস্ক। এবার তার মালিকানাধীন সংস্থা ভারতের মাইক্রো ব্লগিং সাইট কু-এর উপর কোপ দেয়ায় সেই বিতর্কে ঘি পড়ল। টুইটারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কু-এর সহ-কর্ণধার।

কু-এর দুই সহ-কর্ণধার ময়ঙ্ক বিদাওয়াটকা ও অপ্রমেয়া রাধাকৃষ্ণ নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানান, এই প্ল্যাটফর্মে কু-এর যে অফিসিয়াল অ্যাকাউন্টটি রয়েছে, তা সাসপেন্ড করে দেয়া হয়েছে। অর্থাৎ কু-এর তরফে ওই পেজে আর কোনও টুইট করা যাচ্ছে না। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নেয়া হল? এই প্রশ্নই তুলেছেন তারা। রাধাকৃষ্ণ টুইট করেন, ‘কু-এর একটি হ্যান্ডেল বন্ধ করে দেয়া হয়েছে। কেন? কারণ আমরা টুইটারের প্রতিযোগী?’ যে ইলন মাস্ক বারবার বাক-স্বাধীনতা নিয়ে সুর চড়ান, তিনি কীভাবে এমন পদক্ষেপ করতে পারেন, সে প্রশ্নই তুলেছেন রাধাকৃষ্ণ।

ভারতীয় মাইক্রো ব্লগিং সাইট কু-এ অ্যাকাউন্ট খোলা কিংবা তা ব্যবহার সংক্রান্ত নানা প্রশ্ন থাকে সেলিব্রিটি ও বিশিষ্ট ব্যক্তিদের। সেই সব প্রশ্নের উত্তর দেয়ার জন্যই সম্প্রতি টুইটারে একটি অ্যাকাউন্ট তৈরি করেছিল কু। কিন্তু হঠাৎই তা বন্ধ করে দেয়া হয়েছে। যার পিছনে কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না কু-এর সহ-কর্ণধার।

উল্লেখ্য, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার অভিযোগ ওঠে মাস্কের বিরুদ্ধে। সঠিক কোনও কারণ ব্যাখ্যা না করেই একাধিক সাংবাদিকের অ্যাকাউন্ট সাসপেন্ড করায় টুইটারকে একহাত নেয় জাতিসংঘ। শুধু তাই নয়, ইলন মাস্কের সমস্যা বাড়িয়ে মাইক্রো ব্লগিং সাইটটির উপর নিষেধাজ্ঞা চাপানোর হুমকিও দেয় ইউরোপীয় ইউনিয়ন। তবে বিতর্ক দানা বাঁধতে শেষমেশ ১৮০ ডিগ্রি ঘুরে যায় সংস্থা। সাংবাদিকের অ্যাকাউন্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। তবে টুইটারের বিরুদ্ধে কু কোন পথে হাঁটে, এখন সেটাই দেখার। সূত্র: টাইমস নাউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন